একটা ছেলের কাছে তার মা যে কতবেশি স্পেশাল তা আর কেউ বুঝবে না

5:39 PM


একটা ছেলের কাছে তার মা যে কতবেশি স্পেশাল তা আর কেউ বুঝবে না।

মা এমন একজন যারা কাছে তার ছেলে সবচেয়ে বেশি নিরাপত্তা অনুভব করে।মা এমন একজন যিনি কখনই নিজের কথা ভাবেন না।

তার চিন্তা ভাবনা সবকিছু ঘিরে শুধুই তার সন্তান।মার তুলনা কারো সাথে করা যায় না।আপনি যত বড়ই হোন না কেন আপনার মার কাছে আপনি ছোটই থাকবেন।
মার কাছে আপনি সেই খোকা বাবু ।

আমাদের সব চাইতে প্রিয় মানুষ হওয়া দরকার মা ,বাবা ।ঘর থেকে বের হওয়ার সব সময় তারা আমাদের বার বার জিঙাসা করবে, কিছু কি পেটে পড়ছে ?যার কারণে না খেয়ে ঘর থেকে বের হতে পারি না।

জানে আমার বাসায় ফিরতে দেরী হবে তারপরও বার বার কল করবে।রোদে তাকাইতে কষ্ট হবে তার জন্য যিনি আমার সানগ্লাসটাও কিনে আনবে।

কারণ প্রতিটা পদে পদে তারা আমাদের বিশ্বাস করছেন,অনুপ্রেরণা দেন।আমরা জানি পৃথিবীর শুধু এই দুইটা মানুষের বুকে আমরা সব চেয়ে বেশি নিরাপদ ।
আসলে প্রতিটা সন্তান তাদের মা ,বাবাকে অনেক ভালবাসে কিন্তু মুখ ফুটে বলে না । মা দিবস ,বাবা দিবস এগুলো আমাদের সৃষ্টি । মা ,বাবাদের জন্য কোন নিদিষ্ট দিন থাকে না ।
মা ,বাবা ২ জনকে অনেক ভালোবাসি ।প্রতিটা সন্তানের উচিৎ মা ,বাবাকে ভালোবাসা ।
মা , বাবা ।আগামি পরশু বাবা ,মার ২০তম বিবাহবার্ষিকী তাই মন চাইলো লিখলাম ।
সৃষ্টিকর্তা ভালো রাখুক তাদের ।

Share this

Related Posts

Previous
Next Post »

EmoticonEmoticon

:)
:(
=(
^_^
:D
=D
=)D
|o|
@@,
;)
:-bd
:-d
:p
:ng

Popular Posts