ছোটবেলায় যেমন আমরা অনেক আবদার করতাম মা এর কাছে,যে এটা দিতে হবে, ওটা দিতে হবে

6:13 PM


ভালোবাসা শব্দটা সব কিছু থেকে আলাদা। য়ার ভিন্ন ভিন্ন বহু অর্থ আমরা খুঁজে পাই আমাদের জীবনে। তেমনি ভালোবাসা হলো এক ছেলেমানুষে।ছোটবেলায় যেমন আমরা অনেক আবদার করতাম মা এর কাছে,যে এটা দিতে হবে, ওটা দিতে হবে।। কত কী।

তেমনি ভালোবাসার

মানুষর কাছেও আমাদের আবদারের শেষ নেই। ভালোবাসি কথাটা আরেকবার বলো না !

কাল আবার দেখা করবে তো ! লাল গোলাপ আনবে তো কাল আবার ! কাল সাদা রং এর জামা পরে এসো ! ভুলবে না কিন্তু! এমনি অনেক আবদারই আছে আমাদের ভালোবাসায়। বোঝা যায়, ভালোবাসায় কতটা ছেলেমানুষে আমরা।

মাঝেমাঝে ছোট শিশুকেও আমরা আর মানায়। আর যে ভালোবাসায় ছেলেমানুষে ভাবটা থাকে না,সে ভালোবাসা তাহলে শুধুই বোঝাপড়া ! আর কিছু নয়। ছোট শিশু যেমন সরলতা্য় ও সততায় অন্যকে ভালোবাসে, তেমনি আমাদেরও ভালোবাসতে হবে। তাহলেই আমরা ভালোবাসার ভেতরকার রূপ উপলদ্ধি করতে পারবো ।

Share this

Related Posts

Previous
Next Post »

Popular Posts