Break Up !!
৭ টি অক্ষর। অথচ মাঝে মাঝে কতই না বেদনাদায়ক হয় ভাবতেই কেমন যেন লাগে।
- আসলে ব্রেকআপ মানেই কি সম্পর্কের পরিসমাপ্তি?
নাহ!! ব্রেকআপ মানেই সম্পর্কের পরিসমাপ্তি নয়!
কিছু কিছু সম্পর্কের ক্ষেত্রে মাঝে মাঝে ব্রেকআপ না হলে তো বুঝাই দ্বায় সম্পর্কটা কতটা গভীর ছিল।
অনেকে কথায় কথায় রিলেশনশিপের ইতি টানেন।
পরে বুঝতে পারেন যে মানুষটির সাথে ব্রেকআপ করেছেন, এই মানুষটা ছাড়া তার জীবন অসম্পূর্ণ।
মাঝে মাঝে এই সম্পর্ক জোড়া লাগে...। তবে সেটা আজীবনের জন্যই। যেখানে কোন খুত থাকে না।
কিন্তু, আবার অনেক সম্পর্কের ইতি আলোর মুখ দেখে না।
কারন , চিরাচরিত সেই ইগো প্রবলেম unsure emoticon
আমরা একজন অপরজনের দিকে চেয়ে থাকি " সে আমার মান ভাঙ্গাবে ,আমি কেন আগে সরি বলবো "
অথচ, সে এটা বুঝে না যে " আপনার একটা "সরি" পারে আপনার সবকিছু আবার সেই আগের মতো করে দিতে। আগের সেই পুরনো তাকে আবার শুধরে নতুন করে ফিরে পেতে। নতুন করে আগের মতো করেই ভালবাসতে।
প্লিজ! ভালোবাসার মানুষটিকে হারিয়ে যেতে দিবেন না, আগলে রাখুন নিজের নিজের সবটুকু ভালোবাসা দিয়ে।
বেঁচে থাকুক আপনার ভালোবাসা smile emoticon
EmoticonEmoticon