- অ্যাই! আমার সাথে রিকশায় উঠলে তুমি অমন হাত গুটিয়ে কোণায় গিয়ে গুটিসুটি হয়ে বসে থাক কেন?
~ তো হাত না গুটিয়ে রাখলে কোথায় রাখবো?
- এটাও তোমাকে শিখিয়ে দিতে হবে নাকি?
~ ওহ! তাহলে হুড তুলে দিবো?
- অসভ্য কোথাকার! হুড তুলবা কেন? আসো আমার হাত ধরো।
~ না ধরবো না, তোমার পাউডার উঠে যাবে।
- ফাইজলামী করতেসো আমার সাথে? কোথায় পাউডার দিলাম, আমিতো এমনিতেই ফর্সা।
~ তো ফর্সা হইসো তো কি হইসে, সপ্তাহে একবার ঘর থেকে বেরুলে সবাইই এমন ফর্সা হতে পারে।
- অ্যাই! আজকে আমার চুলগুলা দেখসো? তুমি বলাতে খুলে রাখসি। দেখো দেখো, বাতাসে উড়তেসে...
~ হুম দেখলাম তো, জটলাগা লাল চুল বাতাসে উড়তেসে আর কালো কালো উঁকুনের দল ঝরে ঝরে পড়তেসে।
- ইশশ, কোথায় তুমি উঁকুন দেখলা? কাল কত কষ্ট করে চুল আয়রন করাইসি তোমার মুখে এই কথা শুনার জন্যে?
~ ওহ, এটা আয়রন করা চুল? আমিতো ভাবসিলাম আলগা লাগাইসো!
- আচ্ছা, এই কালো শাড়ীতে আমাকে কেমন দেখাচ্ছে সত্যি করে বলোতো, তোমার কথামত শাড়ী পরতে গিয়ে আমার পুরো একঘন্টা লাগসে।
~ হুম, শাড়ী ঠিকই আছে, কিন্তু শাড়ীর ভিতরের মেয়েটাকে শাড়ীর সাথে ঠিক মানাইতেসে নাহ। কেমন খাপছাড়া খাপছাড়া...
- উফফ আমার কোন কিছুই কি তোমার পছন্দ না?
- নাহ একদম না। এমন কেন হবে? আমি কি তা বলেছি নাকি?
- তোমার সাথে আমি কোথাও যাব না। এই মামা থামেন তো।
- এই মামা আপনি থামবেন না।
- মামা বলছি না থামেন।
- মামা থামবেন না।
- মামা থামো।
- মামা থামবে না। চুপচাপ চালাও।
অবশেষে রিকশাওয়ালা মামা থামল। এইরকম বিব্রতকর পরিস্থিতি এড়ানোর জন্য রিক্সাওয়ালা থমকে দাড়ালো।
- মামা, আফনেরা নাইমা ঝগড়া করেন, আমি আফনেগ লিয়া যাইবার পারুম না।
নিশা আর নিরব দুই জন দুজনার দিকে তাকিয়ে নেমে পরল। মামা চলে যাওয়ার পর অট্টহাসিতে মেতে উঠলো।
নিশা- "গেল তো চলে এখন কি করব?
"নিরব- "কি আর করবা এই অধমের হাত ধরে হাঁট !!"
নিশা মুচকি হেসে হাতটা ধরে হাঁটতে লাগলো অজানা গন্তব্যের দিকে...
EmoticonEmoticon