Showing posts with label Romantic Moment. Show all posts
Showing posts with label Romantic Moment. Show all posts
তখনকার দিনে আজকের মত ইন্টারনেট ছিল না, No SMS... No Messanging service
Romantic Momentতখনকার দিনে আজকের মত ইন্টারনেট ছিল না, No SMS... No Messanging service.
এমনতাবস্থায়, টিচার, বাবা-মা এবং অন্যান্য স্টুডেন্টদের কাছ থেকে লুকিয়ে, তাদের
হাজারো ইমোশন একে অপরে শেয়ার করত। বর্তমানে আমরা একে অপরের কাছ থেকে লুকিয়ে প্রেম করি, এমন কি যাকে ভালবাসি তার কাছ থেকেও, আমরা নিজেদের কে আড়াল করি কম্পিউটার স্ক্রিনের পিছনে।
বর্তমান জেনেরেশনের প্রেম গুলো হয় ইন্টারনেট স্পীডের গতিতে, এবং তত দ্রুতই log out হয়ে যায়।
I mean thik about আমরা কিভাবে আকর্ষণীয় প্রোফাইল পিক এবং রোমান্টিক স্ট্যাটাস দেখে প্রেমে পরে যায়। My Friend জীবনটা তাহসান ভাইয়ের “নীলপরী” নাটকের মত নয়, Love only make in real life not in social network..
ভালবাসায় থাকে আবেগ, হাসি-কান্না, কিছু রোমান্টিক মুহূর্ত, যা ভার্চুয়াল জীবনে হয়না।
সত্যিকারের ভালবাসা পাওয়ার জন্য তার নিকটে হেঁটে যাও, হাঁটু গেঁড়ে তার সামনে বসো এবং সত্যি কথাটি বলে ফেল “I love you.. Love u very much..”
ছোটবেলায় যেমন আমরা অনেক আবদার করতাম মা এর কাছে,যে এটা দিতে হবে, ওটা দিতে হবে
Romantic Moment
ভালোবাসা শব্দটা সব কিছু থেকে আলাদা। য়ার ভিন্ন ভিন্ন বহু অর্থ আমরা খুঁজে পাই আমাদের জীবনে। তেমনি ভালোবাসা হলো এক ছেলেমানুষে।ছোটবেলায় যেমন আমরা অনেক আবদার করতাম মা এর কাছে,যে এটা দিতে হবে, ওটা দিতে হবে।। কত কী।
তেমনি ভালোবাসার
মানুষর কাছেও আমাদের আবদারের শেষ নেই। ভালোবাসি কথাটা আরেকবার বলো না !
কাল আবার দেখা করবে তো ! লাল গোলাপ আনবে তো কাল আবার ! কাল সাদা রং এর জামা পরে এসো ! ভুলবে না কিন্তু! এমনি অনেক আবদারই আছে আমাদের ভালোবাসায়। বোঝা যায়, ভালোবাসায় কতটা ছেলেমানুষে আমরা।
মাঝেমাঝে ছোট শিশুকেও আমরা আর মানায়। আর যে ভালোবাসায় ছেলেমানুষে ভাবটা থাকে না,সে ভালোবাসা তাহলে শুধুই বোঝাপড়া ! আর কিছু নয়। ছোট শিশু যেমন সরলতা্য় ও সততায় অন্যকে ভালোবাসে, তেমনি আমাদেরও ভালোবাসতে হবে। তাহলেই আমরা ভালোবাসার ভেতরকার রূপ উপলদ্ধি করতে পারবো ।
তেমনি ভালোবাসার
মানুষর কাছেও আমাদের আবদারের শেষ নেই। ভালোবাসি কথাটা আরেকবার বলো না !
কাল আবার দেখা করবে তো ! লাল গোলাপ আনবে তো কাল আবার ! কাল সাদা রং এর জামা পরে এসো ! ভুলবে না কিন্তু! এমনি অনেক আবদারই আছে আমাদের ভালোবাসায়। বোঝা যায়, ভালোবাসায় কতটা ছেলেমানুষে আমরা।
মাঝেমাঝে ছোট শিশুকেও আমরা আর মানায়। আর যে ভালোবাসায় ছেলেমানুষে ভাবটা থাকে না,সে ভালোবাসা তাহলে শুধুই বোঝাপড়া ! আর কিছু নয়। ছোট শিশু যেমন সরলতা্য় ও সততায় অন্যকে ভালোবাসে, তেমনি আমাদেরও ভালোবাসতে হবে। তাহলেই আমরা ভালোবাসার ভেতরকার রূপ উপলদ্ধি করতে পারবো ।
তুমি যেদিন আমাকে ভুলে যাবে সেদিন আমি নিরুদ্দেশে হারিয়ে যাব
Romantic Moment
অনেক রাত করে বাড়ী ফিরব আমি।বউ আমার
অভিমান করে শুয়ে থাকবে।
আমি বলব,
"খেয়েছ আমার সোনা পাখী।
বউ রেগে অভিমানী সুরে বলবে,
"না,কারো ইচ্ছে হলে নিজে নিজে খেয়ে নিক।
আমি বলব,
"ওরে বাবা,রাগে যে একেবারে এটম বোম। একটু দেরি হয়েছে বলে এত রাগ।
আচ্ছা বলতো আজ আমার
কেন দেরি হয়েছে?
বউ বলবে,
" হয়তো অনেক কাজ ছিল তাই।
আমি বলব,বোকা মেয়ে,অনেক কাজের ফাকে তোমাকে নিয়ে একটা কবিতা লিখেছি।তাই দেরি হয়েছে।
বউ আমার খুশিরে লাফ
দিয়ে আল্লাদি সুরে বলবে,
"কই দেখি দেখি। আমি বলব,না এখন না। এই পৃথিবীর সব মানুষ যখন ঘুমিয়ে পড়বে।একটা পাখীও জেগে থাকবে না। ঠিকতখন।
বউ আমার বুকের উপর চুপটি মেরে শুয়ে থাকবে।
আমি বলব,তোমাকে আমি পাগলের মত ভালোবাসি।
তোমাকে ছাড়া আমি বাচব না।
আচ্ছা তুমি আমাকে ভালোবাস না?
বউ বলবে,পাগল একটা তুমি ছাড়া আমার কে আছে।
তুমি যেদিন আমাকে ভুলে যাবে সেদিন আমি নিরুদ্দেশে হারিয়ে যাব।
আমি বলব,লক্ষ্মী বউ আমার
তোমাকে ছেড়ে আমি কোথাও যাব না।এই বুকের মাঝে এই ভাবে আগলে রাখব তোমাকে সারাজীবন।
kiss emoticon kiss emoticon চুমোয় চুমোয় ভিজিয়ে দিব তার সারা শরীর।
ভালোবাসায় একাকার হয়ে যাব দুজন দুজনার মাঝে।
এই রকম একটি মিষ্টি বউয়ের স্বপ্ন
দেখি প্রতিনিয়ত। জানিনা কবে পাব আমার এই মন মানুষীকে।
অভিমান করে শুয়ে থাকবে।
আমি বলব,
"খেয়েছ আমার সোনা পাখী।
বউ রেগে অভিমানী সুরে বলবে,
"না,কারো ইচ্ছে হলে নিজে নিজে খেয়ে নিক।
আমি বলব,
"ওরে বাবা,রাগে যে একেবারে এটম বোম। একটু দেরি হয়েছে বলে এত রাগ।
আচ্ছা বলতো আজ আমার
কেন দেরি হয়েছে?
বউ বলবে,
" হয়তো অনেক কাজ ছিল তাই।
আমি বলব,বোকা মেয়ে,অনেক কাজের ফাকে তোমাকে নিয়ে একটা কবিতা লিখেছি।তাই দেরি হয়েছে।
বউ আমার খুশিরে লাফ
দিয়ে আল্লাদি সুরে বলবে,
"কই দেখি দেখি। আমি বলব,না এখন না। এই পৃথিবীর সব মানুষ যখন ঘুমিয়ে পড়বে।একটা পাখীও জেগে থাকবে না। ঠিকতখন।
বউ আমার বুকের উপর চুপটি মেরে শুয়ে থাকবে।
আমি বলব,তোমাকে আমি পাগলের মত ভালোবাসি।
তোমাকে ছাড়া আমি বাচব না।
আচ্ছা তুমি আমাকে ভালোবাস না?
বউ বলবে,পাগল একটা তুমি ছাড়া আমার কে আছে।
তুমি যেদিন আমাকে ভুলে যাবে সেদিন আমি নিরুদ্দেশে হারিয়ে যাব।
আমি বলব,লক্ষ্মী বউ আমার
তোমাকে ছেড়ে আমি কোথাও যাব না।এই বুকের মাঝে এই ভাবে আগলে রাখব তোমাকে সারাজীবন।
kiss emoticon kiss emoticon চুমোয় চুমোয় ভিজিয়ে দিব তার সারা শরীর।
ভালোবাসায় একাকার হয়ে যাব দুজন দুজনার মাঝে।
এই রকম একটি মিষ্টি বউয়ের স্বপ্ন
দেখি প্রতিনিয়ত। জানিনা কবে পাব আমার এই মন মানুষীকে।
অনেক ভালোবাসি আমি তোমাকে....
Romantic Moment
আমি এখন আর আগের মত লিখতে পারিনা কোন কবিতা,আমার গানের সুরগুলো পায়না খুঁজে ছন্দ!গাইতে পারিনা আর গলা ছেড়ে__কেমন এক এলোমেলো আমার হাটা -চলা!!নিজেকে যেন হারিয়েই ফেলেছি আমি!নিজের দিকে যখন তাকাই- চিনতে
পারিনা,বড়ই অচেনা লাগে নিজেকে!
!কেন আজ আমাকে আমি চিনতে পারিনা?কেন পারিনা গাইতে আগের মত গান?আমার লেখা কবিতায় আজ কেন নেই কোন ছন্দ ?কেন আমার লেখা নাটকগুলো আজ আর রচিত হয়না কোনথিয়েটারে?তুমি কিন্তু সবই জানোকিন্তু জেনেও কেন দূরে?!
আমাকে আর কত যন্ত্রণার সাগরে ভাসাতে চাও?বলবে কি একবার?আমার যখন তুমি ছিলে,শত শূন্যতায়ও ছিলাম আমি পূর্ণআজ তুমি নেই, তাই হারিয়ে ফেলেছি সবই।জানিনা আর কখনো কিছু তার পুরনো সৌন্দর্য ফিরে পাবে কিনা,তবে আছি,থাকবো- তোমারই অপেক্ষায়.....মন খারাপের রাজ্যে আমার বসবাস । এরাজ্যে আমি ছাড়া কেউ থাকে না । আমি ইরাজা আবার আমি ই প্রজা । সবই আমি ।এ রাজ্যে আমি কাউকে ঢুকতে দেই না ।আর ঢুকতে চাইলেও তা দেব না । এরাজ্যে শুধু আমার একার । এখানে আমারসাথে থাকে কষ্টরা । আমি শুধু কষ্টগুলোকে নিয়ে আসি সবার কাছ থেকে ।নিয়ে আসি দু:খ ,বেদনা কান্না । আর সুখগুলো বিলিয়ে দেই ।মাঝে মাঝে এ রাজ্যের সবাইমিলে আমাকে দুর্বল করার চেষ্টা করে ।হাসি পায় আমার । ওরা কত বোকা ।আমাকে দুর্বল করা এত সোজা নাকি ।
আমার সাথে যে একজনের শক্তি আছে ।আছে তার প্রতি আমারভালবাসা ,বিশ্বাস ,শ্রব্ধা । এদেরসাথে লড়াই করা এত সহজ না । তাইতো আমি সুখি । অনেক সুখি । কারণআমি তাকে দিয়েছি সত্যি কারে অফুরন্তভালবাসা । অনেক ভালোবাসি আমি তোমাকে....
পারিনা,বড়ই অচেনা লাগে নিজেকে!
!কেন আজ আমাকে আমি চিনতে পারিনা?কেন পারিনা গাইতে আগের মত গান?আমার লেখা কবিতায় আজ কেন নেই কোন ছন্দ ?কেন আমার লেখা নাটকগুলো আজ আর রচিত হয়না কোনথিয়েটারে?তুমি কিন্তু সবই জানোকিন্তু জেনেও কেন দূরে?!
আমাকে আর কত যন্ত্রণার সাগরে ভাসাতে চাও?বলবে কি একবার?আমার যখন তুমি ছিলে,শত শূন্যতায়ও ছিলাম আমি পূর্ণআজ তুমি নেই, তাই হারিয়ে ফেলেছি সবই।জানিনা আর কখনো কিছু তার পুরনো সৌন্দর্য ফিরে পাবে কিনা,তবে আছি,থাকবো- তোমারই অপেক্ষায়.....মন খারাপের রাজ্যে আমার বসবাস । এরাজ্যে আমি ছাড়া কেউ থাকে না । আমি ইরাজা আবার আমি ই প্রজা । সবই আমি ।এ রাজ্যে আমি কাউকে ঢুকতে দেই না ।আর ঢুকতে চাইলেও তা দেব না । এরাজ্যে শুধু আমার একার । এখানে আমারসাথে থাকে কষ্টরা । আমি শুধু কষ্টগুলোকে নিয়ে আসি সবার কাছ থেকে ।নিয়ে আসি দু:খ ,বেদনা কান্না । আর সুখগুলো বিলিয়ে দেই ।মাঝে মাঝে এ রাজ্যের সবাইমিলে আমাকে দুর্বল করার চেষ্টা করে ।হাসি পায় আমার । ওরা কত বোকা ।আমাকে দুর্বল করা এত সোজা নাকি ।
আমার সাথে যে একজনের শক্তি আছে ।আছে তার প্রতি আমারভালবাসা ,বিশ্বাস ,শ্রব্ধা । এদেরসাথে লড়াই করা এত সহজ না । তাইতো আমি সুখি । অনেক সুখি । কারণআমি তাকে দিয়েছি সত্যি কারে অফুরন্তভালবাসা । অনেক ভালোবাসি আমি তোমাকে....
Subscribe to:
Posts (Atom)
Popular Posts
-
আমাকে আপনার পছন্দ হয়েছে . মেয়ে দেখেতে এসেছি । এটা ৫ নাম্বার আগে যে কয়টা মেয়ে দেখেছি ওদের মধ্যে কাউকেই তেমন একটা ভাল লাগেনি । আসলে ভাল লাগ...
-
ভালোবাসা দিবস উপলক্ষে গল্প ৩ . গল্প:নীল শাড়ি। . বিদেশ থেকে পড়াশুনা শেষ করে অনেক দিন পর ঢাকায় নিজ বাসায় এলো রাতুল,মায়ের আদর আর বাবার ...
-
. বিছানায় বসে ধ্যান করছি। জ্বর বাবাজিকে কোনোমতই আসতে দেওয়া যাবেনা।তানাহলে যত প্ল্যান ছিল সব মাটি হয়ে যাবে।ড্রয়ার থেকে আস্তে করে থার্মোমিট...
-
অমি আর মিথিলার মধ্যে অনেক বন্ধুত্ত ।তারপর ও সে মিথিলাকে বলতে পারেনি ,যে সে মিথিলাকে ভালবাসে ।অর জন্মদিন ৭ জুলাই ।সেদিন ছিলও ৭ জানুয়ারি । ...